Breaking News :

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেপ্তার

অনলাইন ডেস্ক :

আল-কাদির ট্রাস্ট মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করেছে দেশটির প্যারামিলিটারি বাহিনী।
মঙ্গলবার দুপুরে পাকিস্তানের ইসলামাবাদের হাইকোর্টের বাইরে থেকে দুর্নীতির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পাকিস্তানের জিও টিভির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। তবে ইমরান খানের সহযোগি ফাওয়াদ চৌধুরি জানিয়েছেন, গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত না করেই ইমরান খানের গাড়ি ঘিরে রাখা হয়েছে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ পুলিশ। এদিকে পিটিআই সহ-সভাপতি ফাওয়াদ চৌধুরী এক টুইটে বলেন, পাকিস্তানের আধা সামরিক বাহিনী রেঞ্জার্স পিটিআই চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে এবং আইনজীবীদের দ্বারা নির্যাতনের শিকার হচ্ছেন তিনি। এ অবস্থায় অবিলম্বে পাকিস্তানজুড়ে বিক্ষোভ শুরু করার আহ্বান জানিয়েছে পিটিআই কর্তৃপক্ষ।