Breaking News :

ভোলা সরকারি কলেজে ছাত্র সমাজের কমিটি গঠন: কায়েস আহ্বায়ক

ডেস্ক রিপোর্ট: ভোলা সরকারি কলেজে জাতীয় ছাত্র সমাজের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মেনেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মো. সাখাওয়াত হোসেন (কায়েস) কে আহ্বায়ক করা হয়েছে। গত মঙ্গলবার (৪ জুন) জেলা কমিটির আহ্বায়ক মানষ ঘোষ শান্তর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে ২৫ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়। আহ্বায়ক কমিটিতে বাদবাকি সবাইকে সদস্য করা হয়েছে। এই কমিটিতে মুহাইমিনুল হল মহিব, সাদ খান, ফারদিন তানজানুল রুদ্র, শফিকুল ইসলাম তামিম, মো. সাব্বির, এমদাদুল হক ইশাদ, মো. রাব্বি হোসাইন, মো. আরমান, সুমাইয়া আকৃক্তার চৈতী, তাছলিম আক্তার শিরিন, মো. রেদোয়ান, মো. সাদ্দাম, সজীব রানা নাহিদ, মো. রাকিব হোসলন, লিমন আহমেদ, মো. নয়ন, মো. আরিফ, মো. ইসমাইল হোসেন সাজি, মো. সিহাব উদ্দীন, সাইফুল ইসলাম সিফাত, মো. সাব্বির হোসেন, অপর্ণা মিত্র, মারিয়া আক্তার, বিবি মরিয়ম কে সদস্য করা হয়েছে। নতুন কমিটি সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও আগামী দিনে ছাত্রদের স্বার্থরক্ষায় কাজ করবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন সকল সদস্যরা।