Breaking News :

টাকার জন্য এসএসসি দিতে পারল না ছাত্র: প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা

অনলাইন ডেস্ক :

শেরপুরের ঝিনাইগাতীতে এক হাজার টাকার জন্য মো. শামীম নামে এক শিক্ষার্থীকে এসএসসি পরীক্ষায় অংশ নিতে না দেওয়া প্রধান শিক্ষক নূরূল হকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। জানা যায়, উপজেলার ঘাগড়া দক্ষিণপাড়া ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মো. শামীম। চলতি বছরের এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশনের জন্য প্রধান শিক্ষকের দাবিকৃত ৩ হাজার টাকার পরিবর্তে ২ হাজার টাকা জমা দিয়েছিল। ১ হাজার টাকা কম দেওয়ার কারণে তাকে পরীক্ষা দিতে দেন নি প্রধান শিক্ষক নূরূল হক। অনুসন্ধানে জানা যায়, শামীমের নামে ফরম পূরণ হয়েছিল। কিন্ত জালিয়াতির মাধ্যমে প্রধান শিক্ষকের সহায়তায় তার জায়গায় পরীক্ষায় অংশ নেন শাউন নামে অন্য এক শিক্ষার্থী। শাউন ঝিনাইগাতি উপজেলার জোলগাউ পূর্বপাড়া গ্রামের আব্দুর বাসিন্দা। তবে ঘটনাটি জানাজানি হলে শাওন দিন থেকে পরীক্ষায় অংশ নিচ্ছেন না। ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ বলেন, প্রধান শিক্ষক নূরুল হকের এমন কাণ্ডে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আমাকে বিষয়টি খোঁজ খবর নিয়ে মন্ত্রণালয়ে জানানোর জন্য বলা হয়েছে। আমি সেটাই করছি । তারপর মন্ত্রণালয় সেই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। শিক্ষার্থী শামীম জানান, ফরম পূরণের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে তিন হাজার টাকা করে নেন প্রধান শিক্ষক। আর্থিক টানাপোড়ন থাকায় ২ হাজার টাকা নিয়ে প্রধান শিক্ষকের কাছে যান শামীম এবং বাকি টাকা পরীক্ষা শেষ হওয়ার আগেই দেওয়ার প্রতিশ্রুতি দেন। যদিও প্রধান শিক্ষক বকেয়া টাকা নিয়ে প্রথম দিন পরীক্ষার কেন্দ্রে থাকতে বলেন। প্রথম দিনের পরীক্ষার নির্দিষ্ট সময়ের আগে থেকে কেন্দ্রে গিয়েও প্রধান শিক্ষককে আর খুঁজে পাননি তিনি।