মনপুরায় হারিয়ে যাওয়া স্মার্ট ফোন ফিরে পেয়ে ধন্যবাদ জানালেন ওসিকে
অনলাইন ডেস্ক :
ভোলা জেলা পুলিশের আইসিটি শাখার সহযোগিতায় হারিয়ে যাওয়া ০৩টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়। ভূক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে মনপুরা থানা কর্তৃক বিভিন্ন স্থান থেকে উদ্ধারকৃত হারিয়ে যাওয়া বিভিন্ন মডেলের ০৩টি স্মার্ট ফোন উদ্ধার পূর্বক ০২ মে ২০২৩ তারিখ মঙ্গলবার প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাঈদ আহমেদ। এ সময় ফোনের প্রকৃত মালিক, হারানো শখের মোবাইল ফোনটি হাতে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন এবং ভোলার পুলিশ সুপার ও মনপুরা থানা অফিসার ইনচার্জ (ওসি) কে ধন্যবাদ জানান।