Breaking News :

ভোলা সরকারি কলেজে জাতীয় শোক দিবস পালিত

কলেজ প্রতিবেদক:

শোক র‌্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরষ্কার বিতরণের মধ্যে দিয়ে ভোলা সরকারি কলেজে স্বাধীনতার মহান স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়। সোমবার সকালে কলেজ প্রঙ্গনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে কলেজের সাহিত্য সাংস্কৃতি কমিটির আয়োজনে এই শোক সভা অনুষ্ঠিত হয়। সভায় সাহিত্য ও সাংস্কৃতি কমিটির আহ্বায়ক, এ, বি, এম মজিবুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ গোলাম জাকারিয়া, গেস্ট অব অনার ছিলেন ছিলেন প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর পারভীন আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর এনায়েত উল্ল্যাহ ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, আরও উপস্থিত ছিলেন, সহযোগী অধ্যাপক মোহাম্মদ উল্ল্যাহ স্বপন, সহকারী অধ্যাপক মাহবুব আলম, সহকারী অধ্যাপক ফিরোজ সর্দার, সহকারী অধ্যাপক মোঃ কামরুল হোসেন, সহকারী অধ্যাপক মোঃ হাবীব হাসান, প্রভাষক মোঃ শাহাব্ উদ্দিন, প্রভাষক রিয়াজ উদ্দিন, প্রভাষক আব্দুল্লাহ আল-আমিন, প্রভাষক ইসরাক উদ্দিন রাসেল, প্রভাষক মোঃ আজগর আলী, প্রভাষক ফাহমিদা পুষ্প সহ কালেজের কর্মচারী ও সকল ছাত্র ছাত্রী বৃন্দ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে কলেজের শিক্ষার্থীদের নিয়ে রচনা প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতার মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু ছিলো সকল জাতি-ধর্ম-বর্ন-দল মত এর উধের্ব থাকা একজন মহা নায়ক। সকলেই তাকে মনের ভিতর থেকে ভালোবাসতেন এবং শ্রদ্ধা করতেন। তার ব্যাপারে কোন দ্বিধা-দ্বন্ধ থাকতে পারেনা মতভেদ থাকতে পারেনা। তাই নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর যে আদর্শ অধ্যয়ন করে ধারন করা কথা বলেছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হবে।এ ব্যাপারে বিশেষ করে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ আঁকড়ে ধরে এগিয়ে যেতে পারলে দেশের উন্নয়ন ও মর্যাদা বিশ্বের দরবারে তুলে ধরা যাবে।