Electric Diva Casino slot games Advice Enchanted Unicorn slot jackpot and Free online games
এসএসসি পরীক্ষার্থীরা পড়াশোনায় অমনোযোগী, শাসন করে পিটুনি খেলেন শিক্ষক
অনলাইন ডেস্ক :
মাদারীপুরের শিবচরে কয়েকজন এসএসসি পরীক্ষার্থী পড়াশোনায় অমনোযোগী হওয়ায় শাসন করেন আহসান উল্লাহ (২৫) নামে এক গৃহশিক্ষক। এ কারণে তাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ওই শিক্ষার্থীদের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে উপজেলার বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের সরকারের চর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতের মা বাদী হয়ে শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করেন। আহত ওই শিক্ষক লক্ষ্মীপুর জেলার বিল্লাল হোসেনের ছেলে। তিনি ওই এলাকায় তার নানা বাড়িতে থাকেন। আহসান ঢাকার নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী। জানা যায়, স্থানীয় রনি, রায়হান, তরিকুল, ইয়ামীন ও নিরবসহ এবারের এসএসসি পরীক্ষার্থী কয়েকজন শিক্ষার্থীকে পড়িয়ে আসছিলেন আহসান। গত কয়েক দিন ধরে শিক্ষার্থীরা পড়াশোনায় অমনোযোগী হওয়ায় আহসান তাদের শাসন করেন। পড়াশোনায় মনোযোগী না হলে তাদের আর পড়াবেন না বলে জানান। এতে ছাত্ররা ক্ষিপ্ত হয়। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আহসান অন্য একটি টিউশনি শেষ করে বাড়ি ফেরার পথে ওই ছাত্ররা তার গতিরোধ করে গাছের চলা দিয়ে পিটিয়ে আহত করে। এ সময় আহসানের চিৎকারে কয়েকজন এসে তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহসানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে সেখানে কোনো বেড না থাকায় চিকিৎসকের ব্যবস্থাপত্র নিয়ে বর্তমানে আহসান শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি রয়েছেন। আহত আহসানের মা সুমি বেগম বলেন, আমার ছেলে ওদের তিন চার বছর ধরে পড়ায়। গত কয়েক দিন ধরে ওরা বেশি পড়াশোনা করে না। তাই ওদের শাসন করে।গতকাল (মঙ্গলবার) আহসান টিউশনি থেকে বড়ি ফেরার পথে ওরা চলা দিয়ে পেছন থেকে আঘাত করে। এতে আমার ছেলে গুরুতর আহত হয়। তারা আমার ছেলের হাতের মোবাইলও কেড়ে নেয়। আমি এর সুষ্ঠু বিচার চাই।