Breaking News :

ভোলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মোরাদ হোসেন

মেসকাত আহমেদ (শিক্ষানবিশ রিপোর্টার)

ভোলার চরফ্যাশন থানার ওসি মোরাদ হোসেন ভোলা জেলার শ্রেষ্ঠ “অফিসার ইনচার্জ” নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (১৮ এপ্রিল) জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যাণ সভায় তাঁর হাতে শ্রেষ্ঠ ওসি’র পুরস্কার স্বরূপ স্মারক তুলে দেন ভোলার পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মো: জহুরুল ইসলাম হাওলাদার, সহকারী পুলিশ সুপার (তজুমদ্দিন সার্কেল) মোঃ মাসুম বিল্লাহ, শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপার প্রণয় রায়, সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ , আরআই, পুলিশ লাইন্স, আরও আই, রিজার্ভ অফিস, ভোলা সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী বৃন্দ।