Electric Diva Casino slot games Advice Enchanted Unicorn slot jackpot and Free online games
গলায় আইডি কার্ড: দৌলতখানে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, আটক ২
অনলাইন ডেস্ক :
ভোলার দৌলতখান উপজেলার মেদুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সংলগ্ন মুন্সীর হাট বাজার এলাকায় মৎস্য কর্মকর্তা পরিচয়ে জেলেদের কাছ থেকে চাঁদা আনতে গিয়ে দুই ভুয়া সাংবাদিককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জেলেরা। শুক্রবার (১৪ এপ্রিল) দুপুরে দৌলতখান থানার ওসি মো. জাকির হোসেন ঢাকা মেইলকে এ তথ্য নিশ্চিত করেন।আটক ব্যক্তিরা হলেন- দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মো. রাসেল (২৮) ও ভোলা সদর উপজেলার মোস্তফা কামাল বাসস্ট্যান্ড এলাকার মো. রাশেদুল ইসলাম আজাদ। পুলিশ তাদের দু’জনের কাছ থেকে দুইটি প্রেসকার্ড জব্দ করেছে। তাঁর মধ্যে একটি হলো জিটিভি অনলাইন ও আরেকটি হলো আমার পত্রিকা। আটক ব্যক্তিরা হলেন- দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মো. রাসেল (২৮) ও ভোলা সদর উপজেলার মোস্তফা কামাল বাসস্ট্যান্ড এলাকার মো. রাশেদুল ইসলাম আজাদ। পুলিশ তাদের দু’জনের কাছ থেকে দুইটি প্রেসকার্ড জব্দ করেছে। তাঁর মধ্যে একটি হলো জিটিভি অনলাইন ও আরেকটি হলো আমার পত্রিকা। পুলিশ জানিয়েছে, আজাদ তাদের কাছে মোহনা টিভির জেলা এসিস্ট্যান্ট পরিচয় দিয়েছে এবং সে জানিয়েছে মোহনা টিভির জেলা প্রতিনিধি জসিম রানা তাঁর মামা হয়। তাঁর সঙ্গে থাকা জিটিভি অনলাইন নামে একটি প্রেসকার্ড জব্দ করা হয়েছে। এবং রাসেল নিজেকে আমার পত্রিকার রিপোর্টার পরিচয় দিয়েছে। পুলিশ জানিয়েছে, আজাদ তাদের কাছে মোহনা টিভির জেলা এসিস্ট্যান্ট পরিচয় দিয়েছে এবং সে জানিয়েছে মোহনা টিভির জেলা প্রতিনিধি জসিম রানা তাঁর মামা হয়। তাঁর সঙ্গে থাকা জেটিভি অনলাইন নামে একটি প্রেসকার্ড জব্দ করা হয়েছে। এবং রাসেল নিজেকে আমার পত্রিকার রিপোর্টার পরিচয় দিয়েছে। এ বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রতারক দুইজন নিজেকে মৎস্য অফিসার ও সাংবাদিক পরিচয় দিয়ে পেশাগত সাংবাদিকদের বদনাম ছড়িয়েছে। এদের মতো ভুয়া সাংবাদিকদের কারণে পেশাগত গণমাধ্যমকর্মীরা বিপাকে রয়েছেন। পুলিশ তদন্ত সাপেক্ষে এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবে।