¡Boquilla Frozen Inferno por WMS revisión participar en línea regalado!
ভোলায় জেলা পুলিশের অগ্নি-নির্বাপণ কর্মশালা ও মহড়া
অনলাইন ডেস্ক :
দুর্ঘটনাজনিত অগ্নিকান্ডে করনীয় এবং প্রতিরোধমূলক ব্যবস্থা সংক্রান্ত ভোলায় জেলা পুলিশের অগ্নি নির্বাপণ কর্মশালা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ এপ্রিল) সকালে ভোলা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ এবং ফায়ার সার্ভিস এর সমন্বয়ে এক অগ্নি-নির্বাপণ যৌথ উদ্যোগে এ কর্মশালা ও মহড়া অনুষ্ঠিত হয়। অগ্নি-নির্বাপণ কর্মশালা ও মহড়ায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম)। এ সময় পুুলিশ সুপার অগ্নিকান্ড সংক্রান্ত বিভিন্ন দুর্ঘটনা থেকে জনগনের জান-মাল ও সরকারী সম্পদ রক্ষার্থে উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন। তিনি পুলিশ সদস্যদের পেশাগত জ্ঞানের পাশাপাশি এ বিষয়ে জ্ঞান অর্জন করার প্রতি বিশেষভাবে গুরুত্বারোপ করেন। এছাড়া বর্তমান যুগে পুলিশ সদস্যদের বহুমূখী বিষয়ে জ্ঞান অর্জনের জন্য পরামর্শ প্রদান করেন। কর্মশালায় অগ্নি নির্বাপক (Fire Extinguisher) যন্ত্রের ব্যবহার ও পরিচিতি, আহত ব্যক্তিদের সেবা, আহত ব্যক্তিদের উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা, উৎসুক জনতা অপসারন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্রাদি নিরাপদে সরিয়ে নেওয়ার পদ্ধতি সহ বিভিন্ন বিষয়ে ব্যবহারিক ও তাত্ত্বিকভাবে শেখানো হয়। এ সময় বাড়িতে, গ্যাস সিলিন্ডার সহ অন্যান্য অগ্নিকান্ড নির্বাপণের বিভিন্ন প্রায়োগিক দিক উপস্থিত পুলিশ সদস্যদের হাতে কলমে শেখানো হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আছাদুজ্জামান, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক মো: সুমন, আর আই পুলিশ লাইন্স ভোলাসহ জেলা পুলিশ ও ফায়ার সার্ভিসের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।