Breaking News :

যে জজ বিচার বিক্রি করবে তার বিরুদ্ধে ব্যবস্থা: প্রধান বিচারপতি

অনলাইন ডেস্ক :

যে জজ বিচার বিক্রি করবে তার বিরুদ্ধে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বুধবার দুপুরে ঝিনাইদহে আইনজীবিদের মতবিমিয় কালে তিনি একথা বলেন। দুর্নীতিকে ক্যান্সারের সাথে তুলনা করে বিচারপতি বলেন, বিচার বিভাগের কেউ দুর্নীতি করলে তাকে রাখা হবে না। বিচার বিক্রি করার বিচারকের তিনি ডাকাতের চেয়েও খারাপ বলে মন্তব্য করেন। মতবিনিময় সভায় জেলা জজ নাজিমুদৌলা, জেলা আইনজীবি সমিতির সভাপতি রবিউল ইসলাম, সরকারি কৌশুলী বিকাশ কুমার ঘোষ, পিপি এ্যাড. ইসমাইল হোসেনসহ অন্যান্য বক্তব্য রাখেন। এর আগে জেলা জজ আদালত প্রাঙ্গণে ন্যায়কুঞ্জ’র ভিত্তিপ্রস্তর স্থাপন ও গাছের চারা রোপন করেন প্রধান বিচারপতি।