Breaking News :

রাতে ফেসবুকে বিদায় লিখে পোস্ট, ভোরে মিলল মরদেহ

অনলাইন ডেস্ক :

রাজধানীর খিলগাঁওয়ের একটি বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম নাবিল হায়দার।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাতে নাবিলের মরদেহ উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত তার মৃত্যুর কারণ জানা যায়নি।
নাবিলের ফেসবুক আইডিতে গিয়ে দেখা যায়, বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাতে একটি ভাঙা ছবির ক্যাপশনে তিনি বিদায় লিখে পোস্ট করেছেন।

স্বজনেরা জানান, বৃহস্পতিবার খিলগাঁওয়ে এক বন্ধুর বাসায় যান নাবিল। সেখানেই রাতে ছিলেন তিনি। সেহরির সময় ওই বন্ধু ফোনে নাবিলের পরিবারকে জানান নাবিল অচেতন অবস্থায় পড়ে আছে।

পরে স্বজনেরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান। ভোরে দায়িত্বরত চিকিৎসক নাবিলকে মৃত ঘোষণা করেন।

নাবিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তিনি সলিমুল্লাহ মুসলিম হলে থাকতেন। নাবিল ঢাবি ছাত্রলীগের বিদায়ী কমিটির গ্রন্থনা ও প্রকাশনাবিষয়ক সম্পাদক ছিলেন। তার বাড়ি ভোলার বোরহান উদ্দিন থানায়।

স্বজনেরা বলছেন, নাবিলের মৃত্যু অস্বাভাবিক নয়। এজন্য তারা কোনো মামলা করেননি।