Breaking News :

সাবেক মন্ত্রী নাজিউর রহমান মঞ্জুর ১৫তম মৃত্যু বার্ষিকী, ভোলায় দোয়া মাহফিল

শিক্ষানবিশ রিপোর্টার:

ভোলা কৃতি সন্তান, সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি’র) প্রতিষ্ঠাতা মরহুম নাজিউর রহমান মঞ্জুর ১৫ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে আজ । বৃহস্পতিবার (৬ এপ্রিল) মৃত্যু বার্ষিকী উপলক্ষে ভোলার শহরের উকিল পাড়ায় শান্ত নীড়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে মরহুমের ৩ সন্তান সাবেক সংসদ সদস্য বর্তমান বিজেপি চেয়ারম্যান, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, কেন্দ্রীয় আওয়ামী যুব লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান শান্ত ও বিশিষ্ট ব্যাবসায়ী ব্যারিস্টার ওয়াসিউর রহমান অঞ্জনসহ পরিবারের সদস্যগণ দোয়া ও মোনাজাতে অংশ নেয়। দোয়া, মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা বনি আমিন।