ভোলার পুলিশ সুপার সাইফুল ইসলাম, বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ
মেসকাত আহমেদ (শিক্ষানবিশ রিপোর্টার)
বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ এসপি নির্বাচিত হয়েছেন ভোলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। মার্চ-২৩ খ্রিঃ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অনুষ্ঠিত হয়। বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান এর সভাপতিত্বে বৃহস্পতিবার (৬ই এপ্রিল) সকাল ১১টায় অনুষ্ঠিত সভায় বরিশাল রেঞ্জাধীন সকল ইউনিটের পুলিশ সদস্যদের কর্মদক্ষতা, কর্মতৎপরতা, অপরাধ নিয়ন্ত্রণ ও পুলিশি কার্যক্রমের সাফল্যের বিবেচনায় উত্তম কাজের স্বীকৃতি স্বরুপ ৬টি ক্যাটাগরিতে পুরষ্কার বিবেচনা করা হয়, যার মধ্যে ভোলা জেলা পুলিশ ৫টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করে। এসময় ভোলা জেলা পুলিশের সকল সদস্যদের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করে একটি টিম হিসেবে সুষ্ঠু ও সুন্দর ভাবে সকল ধরনের পুলিশি কার্যক্রম পরিচালনা ও সম্পাদনে বিশেষ নেতৃত্বদান সহ বিভিন্ন সূচকে কর্মদক্ষতা ও কর্মক্ষমতা প্রদর্শণ এবং আইন শৃংঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ন ভূমিকা পালন করায় ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএমকে বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত করা হয়।