Breaking News :

বর্ষাকে ভালোবেসে হাসনাইনের ঠাই হলো কারাগারে

নিউজ ডেস্ক:

প্রেম, ভালোবাসা, বিষয় টি খুব বেশি অস্বাভাবিক কিছু নয় বর্তমান সময়ে। প্রনয় বিনয় এর পর নাটক সিনেমার গল্পের মতোই মনের আদান প্রদান ঘটেছিলো হাসনাইন এর জীবনে। ভালোবেসে প্রিয় মানুষ কে বিয়েও করেছিলো সে, তবে বয়স কম থাকায় আর পরিবারের বাহিরে গিয়ে প্রিয় মানুষ কে সাথে নিয়ে জীবন সাজানোর সপ্নটাই হাসনাইন এর জীবনে কাল হয়ে দাড়িয়েছে। গত দুই তারিখে প্রেমিকাকে বর্ষাকে জোরপূর্বক বিয়ে করে পালিয়ে গেসে বলে অভিযোগ করেছে মেয়ের বাবা, এর পর পুলিশ দুজন করে উদ্ধার করে। পরবর্তীতে মেয়ের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করার কথা উঠলে মেয়েকে আনা হয় জিগ্যাসাবাদের জন্যে। পরে জোরপূর্বক তাকে বিয়ে করতে বাধ্য করানোর বিষয়টির সত্যতা পায় সদর থানা পুলিশ ।নুহা ইসলাম বর্ষা (১৫) পশ্চিম লাহারির হাট গ্রাম এর জসিম উদ্দিন এর মেয়ে। তবে এ নিয়ে মেয়ের পরিবার গণমাধ্যমে কোনো বক্তব্য দিতে রাজি হয়নি, পরে ঘটনার বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন ফকির বলেন, মামলার সত্যতা নিশ্চিত হওয়ায় অভিযুক্ত হাসনাইন কে আদালতের সোপর্দ করা হয়েছে । এবং মেয়ের বয়স কম হওয়ায় বাল্য বিবাহ নিরোধ আইনে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার কথাও যানান তিনি ।