ব্রয়লার মুরগির অস্বাভাবিক দামের কারণ জানতে চায় ভোক্তা অধিদপ্তর
অনলাইন ডেস্ক:
ব্রয়লার মুরগির অযৌক্তিক মূল্য বৃদ্ধির কারণ জানতে চার প্রতিষ্ঠানকে ডেকেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রতিষ্ঠানগুলো হলো, কাজী ফার্মস, প্যারাগন পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি, আফতাব বহুমুখী ফার্মস ও সিপি বাংলাদেশ।বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে অধিদপ্তরের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে পোল্ট্রি মুরগির অযৌক্তিক মূল্যবৃদ্ধির কারণ ব্যাখ্যা করতে হবে প্রতিষ্ঠানগুলোকে। এর আগে, গত ৯ মার্চ পোল্ট্রি মুরগি উৎপাদনকারী প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের সাথে জাতীয় ভোক্তা অধিদপ্তরের মতবিনিময় সভায় সিদ্ধান্ত হয়, কর্পোরেট পর্যায়ে মুরগি উৎপাদন ব্যয় ১৩০-১৪০ টাকা ও প্রান্তিক খামারি পর্যায়ে ১৫০-১৬০ টাকা হলে খুচরা পর্যায়ে প্রতি কেজি মুরগি ২০০ টাকার বেশি হবে না। অধিদপ্তর বলছে, গত ৯ মার্চের সভায় মুরগি যৌক্তিক মূল্যে বিক্রির সিদ্ধান্ত হলেও খুচরা বাজারে তা হচ্ছে না। তাই মুরগি বিক্রির যৌক্তিক মূল্য নির্ধারণে প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর জন্য অনুরোধ করেছে ভোক্তা অধিদপ্তর। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ২১ এর খ ধারা অনুযায়ী, এটি ভোক্তা অধিকার বিরোধী অপরাধ।