Breaking News :

ভোলায় ইসলামিক ফাউন্ডেশন’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

অনলাইন ডেস্ক :

ইসলামিক ফাউন্ডেশনের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভোলায় আলোচনা সভা, রেলি ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন ভোলার উপ-পরিচালক মোঃ মাকসুদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তামিম আল ইয়ামিন। বিশেষ অতিথি ছিলেন শ্রম ও জনশক্তি বিভাগের ভোলার সহকারী পরিচালক মোঃ মোশাররফ হোসেন, ইসলাম ফাউন্ডেশন ফিলড অফিসার মোঃ মাসুম বিল্লাহ ও সুপারভাইজার মনিরুল ইসলাম মনির, সাংবাদিক মোকাম্মেল হক মিলন, মাষ্টার ট্রেইনার মুফতি রিয়াজ উদ্দিন কাশমী সহ প্রমুখ। প্রধান অতিথি সহ বক্তাগণ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে গিয়েছেন এবং ইসলামের প্রসারে কাজ করে গেছেন। তারই সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহোদয় দেশের প্রতিটা উপজেলা ও জেলা পর্যায়ে একটি করে মডেল মসজিদ স্থাপন সহ জেলার মসজিদ ভিত্তিক সহজ কোরআন শিক্ষা ও গণশিক্ষা এবং বয়স্ক শিক্ষা কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করছেন। এছাড়া আলোচনা সভার শুরুতে আগে একটি রেলি সহকারে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে স্তবক অর্পণ করেন এবং দোয়া মোনাজাত করে বঙ্গবন্ধু বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। উল্লেখ্য, এই সভায় ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালক মোঃ মাকসুদুর রহমান পবিত্র রমজান মাস উপলক্ষে ইসলামী ফাউন্ডেশনের যাবতীয় ইসলামিক বইসহ পবিত্র কোরআন শরীফ ৩৫ পার্সেন্ট কম মূল্যে বিক্রি করা হবে। আগ্রহীকে এই সুযোগ গ্রহণ করে ইসলামিক বিভিন্ন বই সংগ্রহ করতে পারেন।