Apreciação de slot como puerilidade papel Mega Football spinbetter cassino RTP=95 25
চাঁদ দেখা যায়নি, সৌদিতে রোজা শুরু বৃহস্পতিবার
অনলাইন ডেস্ক :
সৌদি আরবের আকাশে আজ মঙ্গলবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। আগামীকাল ৩০ দিন পূর্ণ হবে শাবান মাসের। অর্থাৎ বৃহস্পতিবার থেকে সৌদি আরবে শুরু হবে মাহে রমজান। সৌদি আরবের হারামাইন শরীফাইন তাদের ফেসবুক পেইজে বিষয়টি নিশ্চিত করেছে। সেখানে বলা হয়েছে, সৌদি আরবের আকাশে আজ মঙ্গলবার রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই রমজানের প্রথম দিন হবে আগামী বৃহস্পতিবার।এদিকে খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের চাঁদ দেখা কমিটি মঙ্গলবার সন্ধ্যায় দেশটির কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি বলে জানিয়েছে। তাই চাঁদ দেখা কমিটি বৃহস্পতিবার থেকে রোজা শুরুর ঘোষণা দিয়েছে।মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরেও বৃহস্পতিবার থেকে রোজা শুরু হবে।