Gratis Wedden Buiten Betaling Kosteloos bank strafbaar behalve deponeren! MTOF Milieutechniek
ভোলায় নিখোঁজ হওয়া যুবকের ভাসমান লাশ উদ্ধার
অনলাইন ডেস্ক :
ভোলায় নিখোঁজের এক দিন পর যুবকের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ মার্চ) রাত ৯টার দিকে শহরের হাটখোলা জামে মসজিদের পুকুর থেকে তার লাশ উদ্ধা করা হয়। মৃত ওই যুবকের নাম রফিকুল ইসলাম কডু (৪০)। তিনি স্ত্রী, ১ ছেলেসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন। তিনি ভোলা পৌরসভার ৫ নং ওয়ার্ডের তিন খাম্বা এলাকার বাসিন্দা মৃত কবির কসাইর ছেলে। পরিবারের সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম কডু শুক্রবার সকাল থেকে নিখোঁজ হন। নিখোঁজের এক পর্যায়ে ওই দিন রাতে ৯টার দিকে হাটখোলা জামে মসজিদের পুকুরের ঘাটলায় তার (কডু’র) মোবাইল, মানিব্যাগ পাওয়া যায়। কিন্তু তার সন্ধান মেলেনি। অবশেষে নিখোঁজের একদিন পর ওই পুকুরেই শনিবার রাত ৯টার দিকে একটি লাশ ভাসতে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করলে স্থানীয়রা এটা রফিকুল ইসলাম কডুকে লাশ তা সনাক্ত করেন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন ফকির মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার রাত আনুমানিক ৮টার স্থানীয়রা একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে আমাদের খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহত ব্যক্তি রফিকুল ইসলাম কডু পার্শ্ববর্তী তিন খাম্বা এলাকার বাসিন্দা মৃত কবির কসাইর ছেলে। প্রাথমিকভাবে জানা গেছে, ওনি মাংসের দোকানে কাজ করতো এবং নামাজ কালাম পড়তো, তবে এটাও শোনা গেছে ওই ব্যক্তি মৃগী রোগে আক্রান্ত ছিলো। এছাড়াও বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতো। মরদেহটি উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।