Breaking News :

আসন্ন মাহে রমজান, ব্যবসায়ীদের সাথে ভোলা সদর থানার মত বিনিময়

মেসকাত আহাম্মেদ (শিক্ষানবিশ রিপোর্টার)

পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে ব্যবসায়ীদের সাথে ভোলা সদর মডেল থানার ‘মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ই মার্চ) সন্ধ্যা ৭টায় সদর থানার কনফারেন্স কক্ষে ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন ফকির’এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান। সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার ব্যাবসায়ীদের উদ্দেশ্য করে বলেন, রমজানের পবিত্রতা রক্ষায় আপনারা অবশ্যই বেজাল খাবার বিক্রি থেকে বিরত থাকবেন। নির্ধারিত মূল্যে মালামাল বিক্রি করবেন, ইউরিয়া মিশ্রিত মুড়ি বাজারে বিক্রি করবেন না, নিম্নমানের খেজুঁর বিক্রি ও গরু মুরগির মাংস’র দাম বৃদ্ধি না করার আহবান জানান। এসময় উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ভোলা জুয়েলর্স মালিক সমিতির সাধারণ সম্পাদক অবিনাশ নন্দি, ভোলা সদর মডেল থানার ওসি (অপারেশন) মোঃ মামুন সহ ভোলার বিভিন্ন ব্যবসায়ী ও মালিক সমিতির প্রতিনিধি বৃন্দ।