Breaking News :

জেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান শাহীন, ভোলায় উজ্জীবিত নেতাকর্মীরা

স্টাফ রিপোর্টার

ভোলা জেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা কমিটিতে ফজলুল কাদের মজনু মোল্লাকে সভাপতি ও মইনুল হোসেন বিপ্লবকে সাধারণ সম্পাদক করে উক্ত কমিটির ঘোষণা করা হয়। মঙ্গলবার (১৫ মার্চ) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত ভোলা জেলা আওয়ামীলীগের এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ৭১ সদস্য বিশিষ্ট কমিটিতে ছাত্র রাজনীতি থেকে উঠে আসা পরীক্ষিত নেতা হিসেবে পরিচিত মিজানুর রহমান শাহীনকে সদস্য নির্বাচিত করায় তৃণমূল নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা কাজ করছে। মিজানুর রহমান শাহীনকে ভোলা জেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে নির্বাচিত করায় কেন্দ্রীয় আওয়ামী লীগের নীতিনির্ধারণী ফোরাম কে ধন্যবাদ জানিয়েছেন ভোলা জেলা তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা।