ভোলা সদর উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত
মেসকাত আহমেদ (শিক্ষানবিশ রিপোর্টার)
ভোলা সদর উপজেলা “সামাজিক সম্প্রীতি” কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ই মার্চ) বিকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন ভোলা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, ভেদুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, প্রাথমিক শিক্ষা অফিসার শিরিন সুলতানা ও যুব মহিলালীগ নেত্রী রেহানা ফেরদাউস প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনিরুজ্জামান আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা টিএসএস ফিদা হাসান, কৃষি অফিসার লুৎফর রহমান, পরিসংখ্যান
কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মহিউদ্দিন, বাংলাবাজার ফাতেমা খানম কলেজের প্রভাষক রুহুল ফেরদৌস, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা তনয় কর্মকার সহ উপজেলা কমিটির সদস্য বৃন্দ। সভায় কমিটির সদস্যরা তাদের বক্তব্যে বলেন, মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনায় আয়োজিত সামাজিক সম্প্রীতি কমিটির সভায় ধর্মীয় সহিংসতা, সন্ত্রাসবাদ, উগ্রবাদ ও জঙ্গিবাদ প্রতিহত করবার মধ্য দিয়ে আন্তঃধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহত রাখাসহ অসাম্প্রদায়িক চেতনায় ধর্মীয় ও সামাজিক বন্ধনকে এগিয়ে নিতে দেশের প্রতিটি জেলা-উপজেলায় গঠন করা হয়েছে ‘সামাজিক সম্প্রীতি কমিটি’। এই কমিটির মাধ্যমে সারা দেশে অরাজকতা, সন্ত্রাস, জঙ্গীবাদ নির্মুল করে মুক্তিযুদ্ধের চেতনায় সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।