ব্যতিক্রমী আয়োজনে ভোলায় আনন্দ টিভির ৫ম বর্ষপূর্তি উদযাপন
আশিকুর রহমান শান্ত (বিশেষ প্রতিনিধি)
ভোলায় কোরআনে হাফেজদের নিয়ে কোরআন খতম ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে জনপ্রিয় বে-সরকারি স্যাটেলাইট টেলিভিশন আনন্দ টিভির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার (১১ মার্চ) দুপুর ১২টায় আনন্দ টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভোলার বাসস্ট্যান্ডে মারকায়জুন নূর ইসলামী একাডেমীতে কুরআন খতম ও দোয়া মোনাজাত এবং কেক কাটার মধ্য দিয়ে বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপিত হয়। আনন্দ টেলিভিশনের ভোলা প্রতিনিধি এম. রহমান রুবেল এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক ভোলার বানী পত্রিকার সম্পাদক মোঃ মাকসুদুর রহমান। দৈনিক কালবেলা পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ ওমর ফারুক, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ শিমুল চৌধুরী, সিনিয়র সাংবাদিক আল আমিন শাহরিয়ার ও ভোলা টাইমস পত্রিকার বার্তা সম্পাদক আশিকুর রহমান শান্ত সহ ভোলার বিভিন্ন গণমাধ্যমকর্মী বৃন্দ। আনন্দ টিভির ৫ম বর্ষপূর্তি অনুষ্ঠানে কুরআন খতমের মাধ্যমে শিশুদের নিয়ে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মারকায়জুন নূর ইসলামী একাডেমী ও এতিমখানার প্রধান হাফেজ মোঃ মাহমুদ। এ সময় আনন্দ টেলিভিশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আব্বাস উল্লাহ শিকদার এর আত্মার শান্তি কামনা সহ আনন্দ টেলিভিশনের সাফল্য কামনা করে দোয়া করা হয়। পড়ে ৫৩ জন কোরআনের হাফেজ এতিম শিশুদের মাঝে দুপুরের খাবার ও কেক বিতরন করা করা হয়।