Breaking News :

সবাইকে কাঁদিয়ে চলে গেলেন শিক্ষক মো. সালাউদ্দিন

ডেস্ক রিপোর্ট : মনপুরা চরফৈজুদ্দিন দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. সালাউদ্দিন ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি…….. রাজিউন) । আজ (৬ জুন) দুপুর ১২টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার এমন চলে যাওয়ায় শোকে মুহ্যমান পরিবারের সদস্যরা। তার পরিবার ও সহকর্মীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। মরহুমের রেখে যাওয়া স্ত্রী ও দুই সন্তানের আহাজারি যেন থামছেই না। তার মৃত্যুতে ২নং হাজিরহাট ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার, মাস্টার বসির আহাম্মেদ ও চরফৈজুদ্দিন দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক মাও. সিহাব উদ্দিন ; হাজিরহাট ইউনিয়নে তার শিক্ষা বিস্তারে মরহুমের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ শুক্রবার বাদ আসর চরফৈজুদ্দিন মফিজ মাস্টার বাড়ির মসজিদের সামনে মরহুমের নামাজে জানাযা শেষে একই মসজিদের গোরস্থানে তাকে দাফন করা হবে।