লালমোহনে সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত
শিক্ষানবিশ রিপোর্টার:
ভোলার লালমোহন উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ। অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইমরান-মাহমুদ-ডালিম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দিদারুল ইসলাম অরুন, ইউপি চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম মিন্টু, ফরহাদ হোসেন মুরাদ, লালমোহন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোশাররফ হোসেন, আশ্রাফনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান কামরুল, হিন্দু সমাজ সম্মিলনীর নেতা জয়ন্ত চন্দ পন্টি, লালমোহন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জসিম জনি এবং সরকারি অফিসের বিভিন্ন কর্মকর্তাসহ আরো অনেকে।আলোচনায় বক্তরা বলেন, ধর্মীয় উস্কানি সৃস্টি করে সমাজে কেউ বিশৃঙ্খলা করলে তার বিরুদ্ধে শক্ত হাতে প্রতিরোধ করা হবে। ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সবাইকে একে অপরের মধ্যে সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করতে হবে। সামাজিক সম্প্রীতি একটি দেশের উন্নয়নের অন্যতম শর্ত। প্রতিটা পরিবার ও প্রতিটা গ্রামের সম্প্রসারিত রূপ হলো একটি দেশ, তাই তৃণমূল পর্যায়ের প্রতিটা মানুষের মধ্যে যদি সম্প্রীতির বন্ধন সুদৃঢ় হয় তাহলেই একটি দেশ সোনার দেশে পরিণত হবে। যদি কেহ সামাজিক সম্প্রীতি বিনস্ট করে বা করার চেষ্টা করে তাহলে শক্ত হাতে তা প্রতিরোধ করা হবে।