Breaking News :

ভোলার ইলিশা লঞ্চ ঘাট থেকে ১০ কেজি গাঁজাসহ আটক ১

অনলাইন ডেস্ক :

ভোলায় পুলিশের অভিযানে কুমিল্লার ১ মাদক ব্যবসায়িকে গাঁজাসহ আটক করেছে পুলিশ। ভোলা সদর মডেল থানাধীন ইলিশা ফাঁড়ির পুলিশের মাদক বিরোধী অভিযানে ইলিশা লঞ্চঘাট থেকে ১০ কেজি গাঁজাসহ মোঃ রনি (৩৫) নামে ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ইলিশা ফাঁড়ির পুলিশ। আজ ৪ঠা মার্চ ২০২৩ তারিখ দুপুর ১২ টার দিকে ইলিশা তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক এসআই মোঃ গোলাম মোস্তফার নেতৃত্বে এসআই মোঃ রিয়াজ, এএসআই সুজন মাঝি , এএসআই রিপনসহ পুলিশের একটি টিম বিশেষ অভিযান করে ১০ কেজি গাঁজাসহ ১ মাদক মাদক ব্যবসায়িকে আটক করেন। আটককৃত মোঃ রনি(৩৫), কুমিল্লা জেলা সদরের বাদুরতলা গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে বলে জানাগেছে। আটকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন বলে জানান ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক গোলাম মোস্তফা।