ভোলার ছেলে “সিয়াম, গ্লোবাল ইয়ুথ লিডারশিপ এ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত
বিশেষ প্রতিবেদক:
গ্লোবাল ইয়ুথ লিডারশিপ এ্যাওয়ার্ড- ২০২৩ এর জন্য মনোনীত হলেন ভোলার ছেলে মোঃ শাফায়াত হোসেন (সিয়াম)। বিশ্বের ১০০ টি দেশের সমন্বয়ে গঠিত গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট প্রেসিডেন্টের স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়। গ্লোবাল ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হওয়া মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) বাংলাদেশ সেনাবাহিনী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। তার বাবা মোঃ শরাফত হোসেন (শাহিন) ভোলা নৈশ ও দিবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মা কামরুন নাহার (মুক্তা) ৩৫নং পশ্চিম চরনোয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এছাড়াও সে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের সাথে যুক্ত রয়েছেন। করোনাকালীন সময় সহ সবসময় সমাজের সুবিধাবঞ্চিত শিশু ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাড়িয়েছেন শাফায়াত সিয়াম। এবছর গ্লোবাল ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হওয়ায় তার অনুভূতি জানতে চাইলে সে ভোলার সময়ের প্রতিবেদক কে বলেন, আমি প্রথমেই মহান আল্লাহ তায়ালার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি অনেক আনন্দিত এবং আমি গর্ববোধ করছি কারন, আন্তর্জাতিক একটি ফোরামে আমি আমাদের নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি। এই আন্তর্জাতিক স্বীকৃতি আমাকে ভবিষ্যতে অনুপ্রেরণা যোগাবে। যুব সংগঠক হিসেবে সমাজের মানুষের জন্য কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।