Breaking News :

শ্রদ্ধা ও ভালোবাসায় ভোলা সরকারি কলেজে মহান শহীদ দিবস পালিত

মেসকাত আহমেদ (শিক্ষানবিশ রিপোর্টার)

ভোলা সরকারি কলেজে ভাষা বীরদের স্মরণ, শ্রদ্ধা আর ভালোবাসা জানানোর মধ্য দিয়ে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২১শে ফেব্রুয়ারি) দিবসটি উদযাপন উপলক্ষে ভাষা শহিদদের প্রতি পুষ্প অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহীদ দিবশ উপলক্ষে আলোচনা সভায় ভোলা সরকারি কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক এ, বি, এম মজিবুর রহমানের সভাপতিত্বে ও বাংলা বিভাগের প্রভাষক শিমুল কান্তি মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ গোলাম জাকারিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ উল্ল্যাহ স্বপন, ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মাহবুব আলম, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ফিরোজ সর্দার, প্রভাষক হোছাইন মুহাম্মদ জাকির, প্রভাষক শাহাব্ উদ্দিন, প্রভাষক রিয়াজ উদ্দিন, প্রভাষক এরশাদ, প্রভাষক আজগর আলী, প্রভাষক এমরান হোসাইন মিঠু সহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক কর্মচারী ও ছাত্র-ছাত্রী বৃন্দ। ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ ও আলোচনা সভার প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ‘মায়ের ভাষাকে রক্ষা করতে যে জাতির সন্তানেরা নিজের জীবন বিলিয়ে দিতে পারে নিঃসন্দেহে সেই জাতি হিসেবে আমাদের গর্ববোধ করা উচিৎ।’