ভোলা সরকারি কলেজে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে অবস্থান জানাল ‘ছাত্রশিবির,
ডেস্ক রিপোর্ট : এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন নিয়ে ভোলা সরকারি কলেজ প্রশাসন ও পরীক্ষার্থীদের মধ্যে চলমান টানাপোড়েন নিয়ে বিবৃতি দিয়েছে ছাত্র সংগঠন ইসলামি ছাত্রশিবির, কলেজ শাখা। সোমবার (২ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া এক পোস্টে এই বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়ছে, ভোলা সরকারি কলেজে এইচএসসি-২৫ পরীক্ষার্থীদের চলমান আন্দোলন ইতিমধ্যে আমাদের নজরে এসেছে। এমতাবস্থায় ছাত্রশিবির ভোলা সরকারি কলেজ শাখার সভাপতি ইমরান হোসাইন নাবিল ও সেক্রেটারি মাসুম বিল্লাহ রায়হান মনে করেন, একজন শিক্ষার্থীর প্রধান কাজ হচ্ছে একাগ্রতার সাথে পড়াশোনায় মনোযোগী হওয়া এবং পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করা। পরীক্ষার কেন্দ্র নির্ধারণ, পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করা — এসব বিষয় সংশ্লিষ্ট প্রশাসন ও শিক্ষকদের ওপর ছেড়ে দেওয়াই আমাদের জন্য শ্রেয় ও কল্যাণকর। আমরা বিশ্বাস করি, শিক্ষকরা কখনোই শিক্ষার্থীর অকল্যাণ কামনা করেন না। তবে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই—ছাত্রশিবির, ভোলা সরকারি কলেজ শাখা সব সময় সাধারণ শিক্ষার্থীদের সকল ন্যায্য দাবির পক্ষে ছিল, আছে এবং আগামীতেও থাকবে।