ভোলায় পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ
ডেস্ক রিপোর্ট : ভোলায় এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভ করেছে ভোলা সরকারি কলেজের পরীক্ষার্থীরা। সোমবার বেলা ১১টায় ভোলা সরকারি কলপজের প্রশাসনিক ভবনের সামনে এই বিক্ষোভ করেন তারা। শিক্ষার্থীদের অভিযোগ, ২৪ ঘণ্টা না পেরুতেই বোর্ড থেকে নির্ধারিত কেন্দ্র নাজিউর রহমান কলেজ পরিবর্তন করে ভোলা সরকারি মহিলা কলেজে নেওয়া হয়েছে। এমন আকস্মিক পরিবর্তনে প্রভাবশালী কিছু লোকের স্বার্থও জরিয়ে আছে । আমরা দেখেছি বিগত পরীক্ষাগুলোতে এই কেন্দ্রে প্রবেশ গেইটে নকল চেক করার নামে শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়ানোর পাশাপাশি হয়রানি করা হচ্ছে। প্রবেশ গেইটে শিক্ষার্থীদের স্পর্শকাতর স্থানে এমন চেক করার বিধান আছে কি না এ নিয়েও সঠিক ব্যাখ্যা চেয়েছে তারা। পরীক্ষার্থী সামি তালুকদার, তাজবিদ ইবরাজ, ইরফান, মাহি, আশরাফুল, আমিনুল ইসলাম ফারহান জানান, হঠাৎ করে কেন্দ্র পরিবর্তন আমাদের মনে প্রশ্ন জাগিয়েছে। আমরা চাই কেন্দ্র পরিবর্তনে মূল কারণ খতিয়ে দেখা হোক। পাশাপাশি পরীক্ষার কেন্দ্র পুনর্বহাল করে নাজিউর রহমান কলেজে করা দাবি জানাই। এদিকে খবর পেয়ে ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইসরাফীল ঘটনাস্থলে এসে পরীক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। তাঁর আশ্বাসে আন্দোলনকারীর বিক্ষোভ প্রত্যাহার করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। অধ্যক্ষ বলেন, ‘এ বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা করা হবে। আশা করছি দ্রুত এই সমস্যা সমাধান হয়ে যাবে।’