Can Play step 3-Card Web based poker Laws and you can Gameplay so you can Win 3-Cards Poker
ভোলা আদর্শ একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মেসকাত আহমেদ (শিক্ষানবিশ রিপোর্টার)
ভোলা আদর্শ একাডেমী (মাধ্যমিক বিদ্যালয়) এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান উদযাপিত হয়েছে। সোমবার (২০ই ফ্রেব্রুয়ারী) সকাল ১০টায় আদর্শ একাডেমীর আয়োজনে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি এডভোকেট আব্দুল হামিদ এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক সেলিম রেজার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিয়া মোহাম্মদ ইউনুস, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা পৌরসভার ৬নং ওয়ার্ডের কমিশনার ওমর ফারুক হাওলাদার। এসময় আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল মোর্শেদ চৌধুরী, ভোলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক ইউনুস শরীফ ও সিনিয়র শিক্ষক নরুল ইসলাম সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ও ছাত্র-ছাত্রী বৃন্দ।