Breaking News :

ভোলায় শামছুদ্দিন আহম্মেদ স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

শিক্ষানবিশ রিপোর্টার:

ভোলা জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও ভোলা পৌরসভার সাবেক ৪বারের নির্বাচিত চেয়ারম্যান মরহুম শামছুদ্দিন আহম্মেদ মিয়ার স্মরণে ভোলায় শর্টপিচ ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্ট খেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ই ফেব্রুয়ারী) রাতে ভোলা শহরের বাংলা স্কুল মাঠে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মমিন টুলু। উদ্বোধনী অনুষ্ঠানে ভোলা পৌরসভার প্যানেল মেয়র সালাউদ্দিন লিংকনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দোস্ত মাহমুদ, বিভাগীয় ক্রিড়া সংস্থার সভাপতি নজরুল ইসলাম গোলদার, ভোলা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, ভোলা জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-সম্পাদক আবিদুল ইসলাম আবিদ, জেলা আওয়ামী লীগ নেতা গৌরাঙ্গ চন্দ্র দে, ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি রাইহান আহমেদ প্রমূখ।