ভোলা সরকারি কলেজে বসন্ত বরণ উৎসব উদযাপন
মেসকাত আহমেদ (ভোলা কলেজ প্রতিনিধি)
নাচে-গানে ভোলা সরকারি কলেজে বসন্ত বরণ -২৪২৯ উদযাপন হয়েছে। মঙ্গলবার (১৪ই ফেব্রুয়ারি) দিনব্যাপী কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা বসন্ত বরণ উদযাপন করেন। খোপায় ফুল গুঁজে, লাল, হলুদ শাড়ি পরে কলেজের ছাত্র-ছাত্রীরা অনুষ্ঠানে যোগ দেয়। অনুষ্ঠানের শুরুতে গানে গানে নৃত্য পরিবেশন করে ভোলা সরকারি কলেজের সাংস্কৃতিক সংগঠন ‘প্রত্যয়; এর সদস্যরা। অনুষ্ঠানে ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ গোলাম জাকারিয়া ও কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এ, বি, এম মজিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর পারভীন আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ এনায়েত উল্যাহ। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের বিভিন্ন বিভাগের সন্মানিত শিক্ষক, কর্মচারী ও ছাত্র-ছাত্রী বৃন্দ।