Breaking News :

চরফ্যাশনে মানুষের কাটা হাত উদ্ধার

অনলাইন ডেস্ক :

ভোলার চরফ্যাশনে মানুষের একটি কাটা হাত উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাতে উপজেলার দুলারহাট থানার বাংলাবাজার এলাকার আমান ব্রিকস সংলগ্ন তেঁতুলিয়া নদীর তীর থেকে মানুষের কাটা হাতটি উদ্ধার করে দুলারহাট থানা পুলিশ। বুধবার (১ ফেব্রয়ারী) সকালে উদ্ধারকৃত হাতটি ডিএনএ পরীক্ষার জন্য উদ্ধারকৃত হাতটি ভোলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়।
দুলারহাট থানার অফিসার ইনচার (ওসি) আনোয়ারুল হক জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে মানুষের একটি কাটা হাত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত কাটা হাত নারী কিংবা পুরুষের তা এখনও সনাক্ত করা যায়নি। ডিএনএ পরীক্ষার জন্য হাতটি ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এদিকে মানুষের শরীর থেকে বিচ্ছিন্ন হওয়া উদ্ধারকৃত হাত কোথা হতে আসছে বা কোন ব্যক্তির হাত এভাবে কাটা হলো তা নিয়ে স্থানীয়দের মাঝে দেখা দিয়েছেন নানা রকমের গুঞ্জনের পাশাপাশি জনমনের সৃষ্টি হয়েছে চরম আতঙ্ক।