Breaking News :

ভোলায় শীতার্তদের মাঝে মৎস্য অধিদপ্তরের শীতবস্ত্র বিতরণ

অনলাইন ডেস্ক :

ভোলায় হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে জেলা মৎস্য অধিদপ্তর। রবিবার (২২ জানুয়ারি) বিকাল ৫ টায় ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের স্লুইজগেট এলাকায় জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যার একান্ত প্রচেষ্টায়, কাজী ফার্মস লিমিটেডের সহযোগিতায় অর্ধশতাধিক দরিদ্র শীতার্ত বেদে সম্প্রদায়ের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুস, কাজী ফার্মস লিমিটেডের ডিজিএম (প্রশাসন) মোঃ নাছিমুল আলম, ডেপুটি ম্যানেজার (প্রশাসন) সমিরন হালদার, সিনিয়র এক্সিকিউটিভ একাউন্টস তরিকুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ।

কম্বল বিতরণ শেষে জেলা মৎস্য কর্মকর্তা বেদে সম্প্রদায়ের পরিবার ও জেলেদের সুবিধা অসুবিধা নিয়ে মত বিনিময় করেন।