সাত দিন খোঁজ ছিলো না, সাংবাদিকের লাশ পড়ে ছিল ঘরে
অনলাইন ডেস্ক :
রাজধানীর পল্লবীতে ঘরে পড়ে ছিল সাংবাদিক বিপ্লব জামানের (৬৫) অর্ধগলিত লাশ। গতকাল বিকালে পল্লবীর সাংবাদিক কলোনিতে একটি ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ওই বাসার বারান্দায় উপুড় হয়ে মরে পড়ে ছিলেন এই সাংবাদিক। বিপ্লব জামান ইংরেজি দৈনিক ফাইনেন্সিয়াল এক্সপ্রেসের সংবাদ উপদেষ্টা (নিউজ কনসালটেন্ট) ছিলেন। জানা যায়, পল্লবীর বিজয় সাংবাদিক প্লটের ৭ নম্বর সড়কের যে বাসায় বিপ্লব জামান ছিলেন, সেটির মালিক সাংবাদিক রফিকুল ইসলাম। রফিকুল ইসলামও ফাইনেন্সিয়াল এক্সপ্রেসে চাকরি করতেন। বয়স হওয়ায় তিনি অবসরে গেছেন। বিপ্লব জামান ৭ দিন ধরে অফিসে যাচ্ছিলেন না। তাই তাকে না পেয়ে অফিস থেকে রফিকুল ইসলামকে গতকাল বিকালে কল করা হয়। রফিকুল ইসলাম তখন বিপ্লব জামানের কক্ষটি বন্ধ অবস্থায় পান। পরে পুলিশকে জানালে বাসার দরজা ভেঙে ঘরের বারান্দায় উপুড় হওয়া অবস্থায় বিপ্লব জামানের লাশ উদ্ধার করা হয়। বিপ্লব জামানের সঙ্গে তার স্ত্রীর বিচ্ছেদ ঘটেছে।