Breaking News :

ভোলায় এশিয়ান টিভির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আশিকুর রহমান শান্ত (বিশেষ প্রতিবেদক)

দশ পেরিয়ে এগারোতে পদার্পণ, সবার সাথে এশিয়ান টেলিভিশন এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের অন্যতম জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এশিয়ান টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার এম.এন. আলমের আয়োজনে (২০ জানুয়ারি) শুক্রবার বিকালে ভোলা সদরের তৃষ্ণা রেস্টুরেন্টে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে ভোলা প্রেসক্লাব সভাপতি নজরুল হক অনু’র সভাপতিত্বে ও প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক এইচ.এম জাকিরের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন সাহা, ভোলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের, সাধারণ সম্পাদক সামস্ উল আলম মিঠু। এ ছাড়া আরো বক্তব্য রাখেন, ভোলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি বর্তমান নির্বাহী সদস্য ওমর ফারুক ও ভোলা রিপোটার্স ইউনিটির আলামিন শাহরিয়ার প্রমূখ। এসময় বক্তারা, এশিয়ান টিভির উত্তরোত্তর উন্নতি ও সফলতা কামনা করেন এবং সেই সাথে ধারাবাহিকভাবে ভোলা জেলার দুর্ভোগ, সফলতা আর সম্ভবনার সংবাদ গুলো আরো বেশি বেশি প্রচার করে সার্বিক উন্নয়নের মাধ্যমে জনগণের নাগরিক অধিকার বাস্তবায়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।