Inferno Joker slot demo Entretenimiento tragamonedas de balde
ভোলায় ভূমিদস্যুদের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স
অনলাইন ডেস্ক :
ভোলা সদর মডেল থানার আয়োজনে ভেদুরিয়া ইউনিয়নের চর চটকিমারা গ্রামে ‘ওপেন হাউজ ডে’ পালিত হয়েছে। শনিবার (১৪ জানুয়ারী) পূর্বাহ্নে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম)। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশে, মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানের প্রাক্কালে ভূমিদস্যুদের কোনো প্রকার ছাড় বা সুযোগ দেওয়া হবে না। চরের জমি সরকারি প্রশাসন ব্যতিরেকে কোনো ব্যক্তি কাউকে ভূমি দেওয়ার অধিকার রাখেনা, এটি অবৈধ। আমরা এ সকল ভূমিদস্যুদের সতর্কতার সাথে নজরদারি করছি। তিনি আরও বলেন, পুলিশি সেবাকে গনমূখী ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে জনগণের আস্থা অর্জন করে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করে যাচ্ছে ভোলা জেলা পুলিশ। পরে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জননিরাপত্তা নিশ্চিতকল্পে চরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
এ সময় স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেনীপেশার ব্যক্তিবর্গের উপস্থিতিতে সমসাময়িক বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে উন্মুক্ত আলোচনা করা হয়। জনসাধারন প্রধান অতিথির নিকট বিভিন্ন বিষয়ে তাদের সমস্যার কথা তুলে ধরলে, প্রধান অতিথি উত্থাপিত সকল সমস্যার সমাধান কল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের দিক-নির্দেশনা প্রদান করেন। ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ শাহিন ফকির (বিপিএম)’র সভাপতিত্বে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেদুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তফা কামাল। এ সময় আরও উপস্থিত ছিলেন ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ, চর চটকিমারার জনসাধারণ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।