Breaking News :

মনপুরায় আ. লীগের ধর্মবিষয়ক সম্পাদক, এখন হেফাজতের সভাপতি

ডেস্ক রিপোর্ট : নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের মনপুরা উপজেলার ধর্মবিষয়ক সম্পাদক মাও. মফিজুল ইসলামকে ‘হেফাজতে ইসলাম বাংলাদেশের মনপুরা শাখার সভাপতি করা হয়েছে। এ পদ নিয়ে বিভিন্ন মহলে চলছে তীব্র সমালোচনা। গত বৃহস্পতিবার হাজিরহাট মার্কেজ মসজিদ চত্বরে ১০১ সদস্যের উপজেলা কমিটি ঘোষণা করেন, ‘হেফাজতে ইসলাম বাংলাদেশ’র ভোলা জেলা শাখার সহ-সভাপতি মাও. আব্দুল মান্নান। এই কমিটিতে আওয়ামী পদধারীর স্থান হওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় হেফাজতের কর্মী-সমর্থকরা। নাম প্রকাশে অনিচ্ছুক হেফাজতে ইসলামের উপজেলা পর্যায়ের এক নেতা জানান, মফিজুল ইসলাম আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদকের পদে থেকে ইসলামি ফাউন্ডেশনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমসহ আওয়ামী সরকারের সকল আর্থিক সুযোগ সুবিধা গ্রহণ করেছেন। এছাড়াও তিনি মনপুরা ইমাম কমিটির সভাপতি পদে এখনোও বহাল আছেন। তিনি আরও জানান, মফিজুল ইসলাম ছাড়াও হেফাজতের এই নতুন কমিটিতে অন্যান্য কয়েকজন সদস্যও আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সাথে ঘনিষ্ঠতা রয়েছে। শাপলা চত্বরে গণহত্যা চালানো সেই আওয়ামী দলের পদধারী হয়ে হেফাজতে ইসলামের উপজেলা কমিটির সভাপতি পদে থাকলে দলের ভাবমূর্তি নষ্ট হবে। এ বিষয়ে হেফাজতে ইসলামের জেলা কমিটির সাধারণ সম্পাদক মাও. তৈয়বুর রহমান জানান, মনপুরায় কমিটি হয়েছে সেটা জানি, কিন্তু আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক, হেফাজতে ইসলামের সভাপতি হয়েছে ; সেটা অবগত নই। আওয়ামী লীগের পদে থেকে হেফাজতের কমিটিতে থাকার সুযোগ নেই । তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।