Breaking News :

ভোলায় পুলিশের মাদকবিরোধী অভিযান; আটক ০২

অনলাইন ডেস্ক :

ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা ভোলার তত্ত্বাবধানে দুটি পৃথক অভিযানে ভোলা সদর মডেল থানাধীন চরসামাইয়া ইউনিয়ন হইতে ১০০(একশত) গ্রাম গাঁজা সহ ০১ মাদক ব্যবসায়ী এবং ভোলা সদর মডেল থানাধীন ভোলা পৌরসভার ০৭নং ওয়ার্ড হইতে ১২০ (একশত বিশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০১ মাদক ব্যবসায়ী কে আটক করেছে ভোলা ডিবি পুলিশ।

ইং ১২-০১-২০২৩ তারিখ ২০.৩৫ ঘটিকায় সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলা এসআই (নিঃ)/শংকর কুমার ঘোষ, সংগীয় অফিসার ও ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া ভোলা সদর মডেল থানাধীন চরসামাইয়া ইউনিয়নের বড় চরসামাইয়া, ০৫নং ওয়ার্ড মোঃ দুলাল (৪৫), পিতা-মোঃ মোস্তফা মিয়াজী এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম (২৬), সাং-এওয়াজপুর, ০৮নং ওয়ার্ড, এওয়াজপুর, থানা-শশীভূষণ, জেলা-ভোলাকে ১০০(একশত) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ গ্র্রেফতার করেন।

ইং ১২-০১-২০২৩ তারিখ রাত্র ২৩.৩০ ঘটিকার সময় এসআই (নিঃ)/মানিক লাল হালদার, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলা সংগীয় অফিসার ও ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া ভোলা সদর মডেল থানাধীন ভোলা পৌরসভার ০৭নং ওয়ার্ডের নুর মসজিদ সড়কের পলাতক আসামী মোঃ আতিকুল ইসলাম ওরফে বাবু (২৬) এর বসত বিল্ডিং এর ডাইনিং রুমের হইতে মাদক ব্যবসায়ী ০১। মোঃ সাইফ হাসান রুহিন (২৫), সাং-চর জংলা, ০৮নং ওয়ার্ড, খান প্লাজা, ভোলা পৌরসভা, থানা ও জেলা- ভোলাকে ১২০ (একশত বিশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। একজন ব্যক্তি পালাইয়া যায়।

উভয় অভিযানে আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।