বাবার কোল থেকে ছিটকে পড়ে সন্তানের মৃত্যু
অনলাইন ডেস্ক :
আরিফ হোসেন, চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি॥ অসুস্থ দাদাকে দেখে ফেরার পথে সড়কে বাবা আইয়ুব আলী’র কোল থেকে ছিটকে পড়ে অটো বোরাকের চাকার নিছে পড়ে মেহেদী হাছান (৫) নামের এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারী) দুপুরে চরফ্যাসন-ভোলা সড়ক কাইমুদ্দীন মোড় নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। ওই সময় আহত হয়েছেন নিহত মেহেদী হাছানের বাবা আইয়ুব আলী, মা রঞ্জনা, দাদী নাহার ও রিজিয়া। আহতদের চরফ্যাসন হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত মেহেদী চরফ্যাসন উপজেলার পৌরসভা ৮নং ওয়ার্ডের আইয়ুব আলীর পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত মেহেদীসহ তার পরিবারের লোকজন লালমোহন উপজেলাধীন কর্তারহাট এলাকায় মেহেদীর অসুস্থ দাদা আইয়ুব আলীকে
দেখে ব্যাটারী চালিত অটো বোরাকে করে ফেরার পথে চরফ্যাসন-ভোলা সড়কে কাইমুদ্দীন মোড় নামক স্থানে পৌছলে সড়কের পশ্চিম পাশের শাখা
সড়ক থেকে দ্রুতগতির ব্যাটারী চালিত একটি অটোরিকসা বোরাককে ধাক্কা দেয়। এতে বাবা আইয়ুব আলী’র কোল থেকে মেহেদী হাছান অটো বোরাকের চাকার নিছে পড়ে ঘটনাস্থলে নিহত হয়। আহত হয় তার মা, বাবা, দাদী সহ ৪ জন। আহতরা চরফ্যাসন হাসপাতালে চিকিৎসাধীন। চরফ্যাসন থানার ওসি মোঃ মোরাদ হোসেন জানান, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি আইনগত প্রক্রিয়া চলছে।