Birds To your A cable tv Trial Gamble Totally free Position Video game
তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি: সাইদুর রহমান, সম্পাদক: সিহাব
মেসকাত আহামেদ (শিক্ষানবিশ রিপোর্টার)
সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে তজুমদ্দিন সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১২জানুয়ারি) দুপুর ২টায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা ছাত্রলীগের প্যাডে এক বছর মেয়াদী দুই সদস্যের আংশিক কমিটি অনুমোদনের তথ্য জানানো হয়। ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি রাইহান আহমেদ ও সাধারণ সম্পাদক হাসিব মাহমুদ হিমেলের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তজুমদ্দিন সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ ছাইদুর রহমান (শান্ত) ও সাধারণ সম্পাদক ‘সিহাব মীর, এর নাম ঘোষণা করা হয়।