সেবা না পেয়ে সাব-রেজিস্ট্রারকে গণধোলাই
অনলাইন ডেস্ক :
অসদাচরণ ও সেবা না পাওয়ার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সাব-রেজিস্ট্রার ইউসুফ আলীকে (৪০) পিটিয়ে জখম করেছেন স্থানীয়রা। মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে শিবগঞ্জ সাব-রেজিস্ট্রার কার্যালয়ে এ ঘটনা ঘটে। আহত ইউসুফ আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, শিবগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের সাবেক এক কর্মচারী অবসরে যাওয়ার পর মারা যান। এরপর তার স্ত্রী প্রতিবন্ধী মেয়ের অনুকূলে পেনসনের টাকা দিতে সুপারিশের জন্য সাব-রেজিস্ট্রার ইউসুফ আলীর কাছে যান। এ কাজের জন্য তাকে অতিরিক্ত টাকাও দিয়েছেন। তবে ১৫ মাস ধরে ঘুরেও কোনো সুরাহা মেলেনি। উল্টো অশালীন আচরণ করেন। শুধু তিনি নন, বেশিরভাগ সেবাপ্রার্থীর সঙ্গে তিনি এমনটা করেন। এছাড়া দলিল লেখকদের সঙ্গেও অসদাচরণ করেন বলে অভিযোগ আছে। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা এমনটা ঘটিয়েছেন বলে জানা যায়। এদিকে গত বছরের ৭ ফেব্রুয়ারি থেকে টানা ১০ দিন দলিলে অতিরিক্ত টাকা আদায়, দলিল লেখকদের কথায় কথায় শোকজ, ডিজিটাল জন্ম নিবন্ধন দিয়ে দলিল রেজিস্ট্রি বন্ধ, সব দলিল লেখকের সঙ্গে অসদাচরণসহ জেলা রেজিস্ট্রারের বেঁধে দেয়া নীতিমালার দাবিতে কলম বিরতি পালন করেছিলেন দলিল লেখকরা। এ বিষয়ে জানতে সাব-রেজিস্ট্রার ইউসুফ আলীর ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। বিষয়টি তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হায়াত জাগো নিউজকে বলেন, অতিরিক্ত টাকা নেওয়ার কারণে এমনটা ঘটেছে। তিনি সব কাজ টাকা নিয়ে করেন। এমনটাই শুনেছি আমি। মানুষের ক্ষোভের প্রকাশ এটি।
জেলা সাব-রেজিস্ট্রার আফসানা খাতুন জাগো নিউজকে বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে তাৎক্ষণিক বিস্তারিত বলা সম্ভব নয়। খোঁজ নিয়ে পরে জানাবো।