ছুরিকাঘাতে সাংবাদিক হত্যা, গ্রেপ্তার ১
অনলাইন ডেস্ক :
ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ববিরোধের জের ধরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আশিকুর রহমান (২৭) নামের এক তরুণ নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা ছয়টার দিকে জেলা শহরের ফারুকী পার্কে এ ঘটনা ঘটে।
নিহত আশিকুর ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মেড্ডা এলাকার আশরাফ উদ্দিনের ছেলে। তিনি দৈনিক পর্যবেক্ষণ নামে ঢাকা থেকে প্রকাশিত একটি দৈনিকের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি বেওয়ারিশ লাশ দাফনকারী সংগঠন বাতিঘরের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
এদিকে ঘটনার পরপর সন্ধ্যা সাতটার দিকে অভিযান চালিয়ে মো. রায়হান (২৫) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। রায়হান জেলা শহরের ভাদুঘর এলাকার বাসিন্দা।
বাতিঘর, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বেলা আড়াইটার দিকে জেলা শহরের ফারুকী পার্কে বাতিঘর সংগঠনের একটি বৈঠক ছিল। সংগঠনের অন্য সদস্যরা বাড়ি থেকে আশিকুরকে ডেকে সেখানে নিয়ে যান। বৈঠক শেষে সন্ধ্যায় পার্কের প্রধান ফটক থেকে শহরের ভেতরে যাওয়ার জন্য সংগঠনের অন্য সদস্যদের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকে ওঠেন আশিকুর। এ সময় এগিয়ে এসে আশিকুরের বুকের বাঁ পাশে ছুরিকাঘাত করেন রায়হান। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যান রায়হান। সংগঠনের সদস্যরা আশিকুরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. আরফাত তাঁকে মৃত ঘোষণা করেন।
আশিক বিবাহিত ছিলেন। তাঁর স্ত্রীর নাম ঝুমা বেগম। আফ্রিদি ইসলাম নামে তাঁর দুই বছরের একটি ছেলেসন্তান রয়েছে। সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায়, আশিকুরের মা রহিমা বেগম, স্ত্রী ঝুমা বেগম, বোন সুমা বেগম হাসপাতালের মর্গের সামনে আহাজারি করছেন। তাঁদের সঙ্গে আশিকুরের শিশুসন্তানও ছিল। ঝুমাকে কোনোভাবে সান্ত্বনা দেওয়া যাচ্ছিল না। বারবার স্বামীর কাছে ছুটে যেতে চাইছেন তিনি। স্বজনেরা কোনোমতে তাঁকে আটকে রেখে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন।