Breaking News :

ভোলায় পুলিশের মাদকবিরোধী অভিযান; ৪ কেজি গাঁজা সহ আটক ৩

অনলাইন ডেস্ক :

ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ, ভোলা সদর মডেল থানার তত্ত্বাবধানে ভোলা সদর থানাধীন পূর্ব ইলশা ইউনিয়ন হইতে ০৪ (চার) কেজি গাঁজা সহ ০৩ (তিন) মাদক কারবারিকে আটক করেছে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম।

অদ্য ০৮/০১/২০২৩ খ্রিস্টাব্দ তারিখ ১৫.৩০ ঘটিকার সময় এস আই (নিঃ)রিয়াজুল ইসলাম, সংগীয় এ এস আই গুলজার হোসেন, এএসআই সুজন মাঝি, ও ফোর্স কনস্টেবল ৯৭৯ মোঃ মাসুম বিল্লাহ সহ ভোলা সদর থানাধীন পূর্বইলিশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ পন্ডিতের হাট বাজারের পাকা ব্রীজের উপর থেকে ০৪ (চার) কেজি গাঁজা সহ ১। মোঃ মামুন( ২৬),পিতা- মোঃ মোসলেম চৌকিদার ,২। মোঃ মিরাজ(২২),পিতা-মোঃ লাল মিয়া চৌকিদার, উভয় সাং- কালীশুরি,০৪ নং ওয়ার্ড, চৌকিদার বাড়ি,কালিশুরি ইউনিয়ন, থানা বাউফল, জেলা পটুয়াখালী, ৩। মোঃ সুমন সিকদার(২৫), পিতা- মোঃ খলিলুর রহমান সিকদার, সাং- ফরিদপুর,০৮ নং ওয়ার্ড, মুন্সী বাড়ি, ফরিদপুর ইউ পি, থানা- বাকেরগঞ্জ, জেলা- বরিশাল দের গ্রেফতার করিতে সক্ষম হন। ধৃত আসামীর বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।