Breaking News :

ভোলায় শেখ কামাল যুব গেমস-২০২৩ এর পুরষ্কার বিতরণ

অনলাইন ডেস্ক :

ভোলা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর ) ভোলা পুলিশ লাইন্স মাঠে জনাব তামিম আল ইয়ামীন, অতিরিক্ত, জেলা প্রশাসক সার্বিক, ভোলার সভাপতিত্বে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩ এর ফুটবল, কাবাডি ও বক্সিং এই তিনটি ইভেন্ট এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ভোলা।

বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার বলেন,আজকের প্রতিটি ফাইনাল ম্যাচ শেষ মুহুর্ত পর্যন্ত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। খেলার মাধ্যমে যেমন আনন্দ পাওয়া যায়, তেমনি শারীরিক মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্বের গুণাবলী তৈরি হয়। আজকের শিশুরাই আগামী দিনে দেশকে নেতৃত্ব দিয়ে বিশ্বের বুকে বাংলাদেশকে গর্বিত করবে। খেলোয়াড়দের উদ্দেশ্য করে বলেন সাহসের সঙ্গে লড়ে যাও। বিপক্ষ দল এবং নিজ দলের খেলোয়াড়দের সম্মান দেখাতে হবে। সবাই জয়ী হবে না কিন্তু পরাজয় তোমাকে শিখাবে কীভাবে আবার মাথা তুলে দাঁড়াতে হয়, সাহসের সঙ্গে লড়াই চালিয়ে যেতে হয়।

এ সময় ভোলা জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ, আরআই, পুলিশ লাইন্স ভোলা সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।