দুটি কিডনিই বিকল, ভোলার ছেলে আমজাদ মমিনের বাঁচার আকুতি
দিদার হোসেন:
মেধাবী মুখ আমজাদ মমিনের দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। উন্নত চিকিৎসায় বিপুল অঙ্কের টাকা প্রয়োজন। নিজস্ব সম্পত্তি বিক্রি করে দীর্ঘদিন যাবৎ তার চিকিৎসা চালানো হয়েছে। বর্তমানে তার পরিবার চিকিৎসা চালিয়ে যেতে অক্ষম। হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়েছে পরিবার। টাকার অভাবে তার চিকিৎসা ব্যাহত হচ্ছে। বর্তমান এই অবস্থায় দেশের হৃদয়বান ও দানশীল ব্যক্তি ও প্রবাসীদের আন্তরিক সহযোগিতা চেয়ে বাঁচার আকুতি জানিয়েছেন আমজাদ মমিন। মমিন বর্তমানে শ্যামলী কিডনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সাহায্য পাঠানোর মাধ্যম আমজাদ মমিন, ০১৭১৯৬৮৯০২৯ (বিকাশ), ০১৬১৯৬৮৯০২৯ (নগদ), সঞ্চয়ী হিসাব নং ০১৭৭১২১০০০২১৭১৮, মার্কেন্টাইল ব্যাংক, ভোলা সদর শাখা।