Western Web based poker II Enjoy now let’s talk about Totally free
ভোলায় ২২ কোটি টাকার ভারতীয় শাড়ী জব্দ, মামলা দায়ের
অনলাইন ডেস্ক :
শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাচার হওয়া প্রায় ২২ কোটি টাকার ভারতীয় শাড়ী জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড ভোলার দক্ষিণ জোনের টিম। এ ঘটনায় ৪ আসামির নাম উল্লেখ করে ভোলা সদর মডেল থানায় মামলা করেছে কোস্টগার্ড। গত সোমবার (৩ জানুয়ারি) ভোর ৫টার দিকে ভোলা সদর উপজেলার তুলাতলি মেঘনা নদীতে অভিযান চালিয়ে এফবি আবিদ নামে একটি ফিশিং বোটসহ এসব শাড়ী জব্দ করা হয়। এর মধ্যে ভারতীয় শাড়ী রয়েছে ১৭ হাজার ৮শ ২৪ পিচ, থ্রি পিচ ১শ ৬৬ পিচ মেডিক্যাল সরঞ্জামাদি ৬ হাজার ৪শ ৪২ পিচ। যাঁর আনুমানিক বাজার মূল্য ২১ কোটি ৯০ লাখ ৭৫ হাজার টাকা। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের বিসিজি বেইজে এক প্রেস ব্রিফিং এ লেফটেন্যান্ট এম মমিনুল ইসলাম (স্টাফ অফিসার) এ তথ্য জানান।
প্রেস ব্রিফিং এ জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোন গত সোমবার ভোরে জেলার সদর উপজেলা মেঘনা নদীতে একটি ফিশিং বোটের গতিবিধি সন্দেহজনক হওয়ায় বোটটিকে সংকেত দেয়। এরপর বোটের চালকরা ও পাচারকারীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চর বৈরাগী এলাকায় বোটটি রেখে পালিয়ে যায়। এ সময় কোস্টগার্ড ৪ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে।
ব্রিফিং এ আরও জানানো হয়, এ ঘটনায় ৪ জনের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় শুল্ক ফাঁকি দিয়ে বিদেশী মালামাল পাচার আইনে একটি মামলা করেছেন। তবে এখন পর্যন্ত এ মামলায় কাউকে গ্রেফতার করা যায়নি। আসামিদের বিরুদ্ধে এর আগেও পাচার আইনে একাধিক মামলা রয়েছে। তাঁরা বগুড়া ও সাতক্ষীরা এলাকার বাসিন্দা। জব্দকৃত মালামাল ভোলা সদর মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।