ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ হলেন প্রফেসর মো. ইসরাফীল
মেসকাত আহাম্মেদ: ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন প্রফেসর মো. ইসরাফীল। আজ সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব মো. মাহবুব আলমের স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা মো. ইসরাফীল-কে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে নামের পাশে বর্ণিত পদ (অধ্যক্ষ) ও কর্মস্থল ভোলা সরকারি কলেজে বদলি/পদায়ন করা হলো। জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। প্রফেসর মো. ইসরাফীল বিসিএস ১৪ তম ব্যাচের সদস্য। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ইসলামি শিক্ষায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
উল্লেখ্য, তিনি এর আগে ভোলা সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ পদে কর্মরত ছিলেন।