মেঘনা-তেঁতুলিয়ায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ
অনলাইন ডেস্ক :
ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে দেখা নেই ইলিশের। দিন ভর জাল ফেললেও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। এতে সংকটে পড়ছে জেলে পরিবার। এদিকে মোহনায় নাব্য সংকটের কারণে সাগর থেকে ইলিশ নদীতে প্রবেশ করতে পারছে না বলে জানায় মৎস্য বিভাগ। এ অবস্থায় নদীর প্রবেশ পথগুলো দ্রুত ড্রেজিংয়ের মাধ্যমে সচল করার দাবি সংশ্লিষ্টদের।
প্রতিদিন নৌকা ট্রলার আর জাল নিয়ে নদীতে ছুটছে জেলেরা। তবে ইলিশ না পেয়ে বেশিরভাগ জেলেরা ফিরছেন খালি হাতে। ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে অক্টোবরের কয়েকদিন ছাড়া পুরো মৌসুমে ছিল ইলিশের আকাল। নাব্য সংকটে মাছ আসছে না বলে দাবি জেলেদের। এ অবস্থায় নদীর মোহনায় ড্রেজিংয়ের দাবি জেলে সমিতির।
স্থানীয় জেলেরা জানায়, নদীতে পর্যাপ্ত মাছ না থাকায় অলসভাবে ভাবে সময় কাটাচ্ছেন তারা। এছাড়া যে পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে তা দ্বারা জীবিকা নির্বাহ করা সম্ভব না।
ভোলা সদর উপজেলার বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি সভাপতি মো. এরশাদ ফরাজি বলেন, নদীতে চর পড়ার কারণে স্রোতে কোনো মাছ পাওয়া যাচ্ছে না। তাই পর্যাপ্ত মাছের জন্য চর গুলোকে ড্রেজিং করতে হবে।
এই নাব্য সংকটের কথা স্বীকার করে মৎস্য বিভাগ। সংকট সমাধান না হওয়া পর্যন্ত রূপালী ইলিশের দেখা পাওয়া নিয়ে রয়েছে সংশয়।
ভোলা জেলার মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ বলেন, ডুবা চরের কারণে ইলিশ নদীতে আসতে পারছে না। এক্ষেত্রে মাছের ডিম ছাড়ার হার কমে যাচ্ছে। তাই ডুবো চর গুলোকে দ্রুত খনন এর আওতায় এনে রুটগুলোকে উনমুক্ত করতে হবে।