Book of Ra verbunden spielen: Gebührenfrei exklusive Eintragung Casino Drueckglueck freie Spins 2025
এমপি তোফায়েল আহমেদ’এর নির্দেশনায় শীতার্তদের পাশে দাঁড়ালেন, ডাঃ তাসলিমা
অনলাইন ডেস্ক :
ভোলায় ছিন্নমূল, অসহায়, দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার সকালে ভোলা সদর উপজেলার বিভিন্ন এলাকায়নদীর পাড়ে বেড়ি বাধেঁর পাশে থাকা, ছিন্নমূল, বয়স্ক ও কর্মজীবী মানুষের মধ্যে ভোলা-১ আসনের এমপি সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের পক্ষ থেকে এ শীতবস্ত্র বিতরণ করেন তোফায়েল আহমেদ এমপির একমাত্র কন্যা ডাক্তার তাসলিমা আহমেদ মুন্নী। তিনি রোববার সকালে ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বালিয়া গ্রামের নেয়ামতপুর মাধ্যমিক বিদ্যালয়ে সহস্রাধিক শীতার্ত মানুষকে এ শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় ডাঃ মুন্নী ওই এলাকার বেশ কয়েকটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই বিতরণ করেন। এ সময় ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের চেয়ারম্যান ইফতারুল হাসান স্বপনসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।